মা-মেয়ে খুন : কয়েক জায়গায় অভিযান, অবস্থান পাল্টাচ্ছে খুনি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক গৃহকর্মীর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রযুক্তিগত বিশ্লেষণসহ শতাধিক সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে ওই তরুণীকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোন।
অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি বিভিন্ন স্থান বদলে পালিয়ে যাচ্ছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, মূল্যবান সামগ্রী চুরির উদ্দেশ্যে খণ্ডকালীন গৃহকর্মী পরিচয়ে তিনি বাসায় প্রবেশ করেছিলেন। গত চার দিন আগে তিনি ভুক্তভোগী পরিবারের বাসায় কাজ শুরু করেন।
নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, সোমবার সকালে তিনি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পর স্ত্রী ও মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত এবং মেয়েকে গলায় কাটার চিহ্নসহ মেইন গেটের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে তিনি জানান, বাসা থেকে মেয়ের মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার আগের দিন লায়লা আফরোজ তাঁর ছোট ভাই ফরহাদ হোসেনকে বাসার চাবি হারানোর বিষয়টি জানান এবং এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। নতুন গৃহকর্মী বাসায় আসার পরই চাবি হারানোর ঘটনাকে তিনি সন্দেহজনক মনে করেছিলেন।
মঙ্গলবার বাদ জোহর নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে মা–মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাড়ীখানা কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
১১৬ বার পড়া হয়েছে