কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানববন্ধন ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ গেটের সামনে দুর্নীতি বিরোধী এ আলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা' ও 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়' শীর্ষক প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও নাট্যকার লিটন আব্বাস, মাওলানা জুলফিকার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা জহির বিন মাজিদসহ শিক্ষকবৃন্দ।
দুর্নীতি বিরোধী এ কর্মসূচীতে সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হাবীব চৌহান।
১৭৩ বার পড়া হয়েছে