নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি উল্টে চালকের মৃত্যু
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার উড়ানী গ্রামে বালুবোঝাই লাটা গাড়ি উল্টে হানিফ মোল্যা (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের জলিল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে হানিফ পোড়াডাঙ্গি এলাকা থেকে বালু বোঝাই করে লাটা গাড়ি নিয়ে দ্রুতগতিতে মাইজপাড়া সুইচগেটের মোড়ের দিকে যাচ্ছিলেন। মোড়ে ঘুরতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় লাটা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হানিফ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।
১১৩ বার পড়া হয়েছে