মোহাম্মদপুরে বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যা
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ভবনের সপ্তম তলার ওই ফ্ল্যাটে যায় এবং দু’জনের রক্তাক্ত দেহ দেখতে পায়।
পুলিশ জানায়, লায়লা আফরোজ উত্তরা সানবিম স্কুলের শিক্ষক এ জেড আজিজুল ইসলামের স্ত্রী। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। দুপুরের দিকে বাসায় ফিরে তিনি প্রথমে স্ত্রীকে মৃত অবস্থায় এবং মেয়ে নাফিসাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে নাফিসাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে বাসার গৃহপরিচারিকা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশসহ তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
৩১৬ বার পড়া হয়েছে