শিক্ষকদের আন্দোলন স্থগিত, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শুরু
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টানা ছয় দিনের অচলাবস্থার পর আজ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা।
সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন, বদলি আদেশ এবং ‘শাটডাউন’ কর্মসূচির মাঝেও শিক্ষার্থীদের স্বার্থকে প্রধান্য দিয়ে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথভাবে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে তালাবদ্ধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সংগঠন দুটি নিশ্চিত করেছে, পরীক্ষা চলাকালীন কোনো বিদ্যালয়ে শাটডাউন কার্যকর হবে না।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মাহবুবর রহমান বলেন, 'কোমলমতি শিক্ষার্থীরাই আমাদের সন্তান। তাদের ক্ষতি আমরা চাই না। দুই দিন পিছিয়েছে, কিন্তু শিক্ষাজীবন অচল হবে না।' তিনি আরও জানান, আন্দোলন চলবে, তবে পরীক্ষা সম্পূর্ণভাবে এর আওতার বাইরে রাখা হয়েছে।
অন্যদিকে, আন্দোলনকারীদের মধ্যে ৪২ জন সহকারী শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলির তালিকায় আন্দোলনের পাঁচ শীর্ষ নেতা-খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান ও মো. মনিরুজ্জামানও রয়েছেন। নেতারা জানিয়েছেন, ১০ম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তবে পরীক্ষার সময় শিক্ষার্থীর ক্ষতি করা হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫৬৯টি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজারের বেশি। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে ১০ম গ্রেডে থাকলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন। গ্রেড উন্নীতকরণ ও অন্যান্য দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে।
এর আগে, ৮-১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষকরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হয়েছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন, তবে প্রতিশ্রুতির বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় আবার কর্মবিরতিতে গিয়েছিলেন।
মূলত, রোববার থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।
২২৭ বার পড়া হয়েছে