নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান : আমীর খসরু
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আমীর খসরু বলেন, খুব শিগগিরই তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত করেন যে, নির্বাচনকে সামনে রেখে দল তার নেতৃত্বেই অগ্রসর হবে।
ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে তিনি জানান, চিকিৎসকদের মূল্যায়ন ও তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনী জোট ও আসন বণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আলোচনা চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংলাপ ও আলাপ-আলোচনা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বেগম জিয়া দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি প্রথম তুলেছিলেন। নির্বাচন স্থগিত থাকায় জনগণ নানা অনিশ্চয়তায় রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
১০২ বার পড়া হয়েছে