জাতীয়
সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই মাসের গণঅভ্যুত্থান–সংক্রান্ত অভিযানে আটক থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে দ্রুতই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আমিরাতে আটক বাকি ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই মাসের গণঅভ্যুত্থান–সংক্রান্ত অভিযানে আটক থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে দ্রুতই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, সরকারের ধারাবাহিক উদ্যোগ এবং কূটনৈতিক প্রচেষ্টার সুফল হিসেবে এই অগ্রগতি এসেছে।
ড. নজরুল লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আমিরাতে বন্দি থাকা বাকি ২৪ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্তের পথে। তিনি এ জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও উল্লেখ করেন, এর আগেই আমিরাতে আটক থাকা মোট ১৮৮ জন বাংলাদেশিকে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি উদ্যোগে মুক্তি দেওয়া হয়।
সরকারি এই ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আশা জাগিয়েছে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন