সর্বশেষ

জাতীয়টঙ্গীতে শুরায়ী নেজামের আয়োজনে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু
সারাদেশত্রিশালে বন্ধুকে কুড়াল দিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ
ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিকাণ্ড
হিমালয়ের ঠান্ডা হাওয়ায় জমে উঠছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩.২ ডিগ্রি
আন্তর্জাতিকহংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯৪ জনের মৃত্যু, উদ্ধার অভিযান শেষ পর্যায়ে
খেলাসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় হার, তবুও আশাবাদী লিটন দাস
সারাদেশ

টঙ্গীতে শুরায়ী নেজামের আয়োজনে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আমবয়ানের মাধ্যমে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের উদ্যোগে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হবে।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূল ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবেই প্রতিবছর এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীগণ সারা বছরের দাওয়াতি কাজের রিপোর্ট উপস্থাপন করেন এবং মুরুব্বিদের কাছ থেকে রাহবারি (দিকনির্দেশনা) গ্রহণের সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের প্রবীণ শুরা সদস্যরাও ইতোমধ্যে টঙ্গীতে উপস্থিত হয়েছেন।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, পাঁচদিনের এই জোড় তাবলীগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতি কার্যক্রমের সঠিক পরিকল্পনা, ব্যক্তিগত আমল উন্নয়ন, তরতিব এবং দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এখান থেকেই নির্ধারিত হয়। বড়রা তাঁদের বয়ানের মাধ্যমে সাথীদের দুনিয়া ও আখেরাতের পথচলার দিশা দেন।

জানা গেছে, এবারও শুধুমাত্র ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরাই জোড় ইজতেমায় অংশ নিতে পারবেন-যা এ আয়োজনের বিশেষ মর্যাদা বজায় রাখার অংশ।

জোড় ইজতেমাকে সফল করতে ময়দানের উত্তর পাশে বিশাল ছাউনি প্রস্তুত করা হয়েছে, যেখানে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নিয়েছেন। অংশগ্রহণকারীরা পুরো পাঁচদিন এই ময়দানেই থাকবেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন