চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এবং অপর মোটরসাইকেলের আরোহী হাফিজ উদ্দিন।
পুলিশ জানায়, মানিকছড়ি দিক থেকে ফটিকছড়ির দিকে আসছিলেন এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের সব আরোহীই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক এসআই সাইফুল ইসলাম ও হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত কনস্টেবল আব্দুল্লাহ আল নোমানসহ আরও একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ রফিক জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
১০৪ বার পড়া হয়েছে