দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, প্রজ্ঞাপন জারি
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) ব্যাপক রদবদল করেছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপির তালিকা চূড়ান্ত করা হয়।
লটারির ফলে এসপি পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ নতুন মুখ, বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করলেও তাদের কর্মস্থল পরিবর্তন হয়েছে।
এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
লটারিভিত্তিক এই নিয়োগে যোগ্য কেউ বাদ পড়েনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এসপিদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১২৫ বার পড়া হয়েছে