সর্বশেষ

জাতীয়

দেশীয় পর্যবেক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান সিইসি'র 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক সভায় সিইসি বলেন, 'নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই, এবং পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো প্রক্রিয়াটি দেখতে চাই।'

সিইসি আরও বলেন, নির্বাচনের মাঠকর্মীরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় যুক্ত না হয়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তিনি নতুন পর্যবেক্ষকদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, 'পর্যবেক্ষকের দায়িত্ব হলো ‘পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ না করা’। কোনো অনিয়ম দেখা গেলে তা বন্ধ করা নয়, বরং তা রিপোর্ট করা প্রধান কাজ। পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে পুরো নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হবে।'

সিইসি ভোটের সিসি ক্যামেরাকে পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নজরদারি হিসেবে উল্লেখ করে বলেন, 'সবাই একযোগে কাজ করলে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে চাই।'

নির্বাচন কমিশন এবার ৮১টি দেশীয় সংস্থাকে নিবন্ধন দিয়েছে, তার মধ্যে মঙ্গলবার সকালে ৪১টি সংস্থাকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।

সিইসি সব পর্যবেক্ষক সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের দায়িত্ব হলো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটারকে প্রভাবিত না করা। 'সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই,' যোগ করেন তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন