আন্তর্জাতিক
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ১০ জন নিহত
ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় সময় মধ্যরাতে প্রদেশের গুরবুজ জেলায় এই হামলা চালানো হয়। বোমা হামলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী রয়েছেন।
মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও কুনার ও পক্তিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী আরও কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তালেবান প্রশাসন ঘটনাটিকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানকে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর