কক্সবাজারের টেকনাফে সিনহা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই রায়ে ৩৭৮ পৃষ্ঠার বিস্তারিত বিবরণে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।
রায়ে বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপ কুমার দাশ মূল পরিকল্পনাকারী হিসেবে সিনহার বুকের বাম পাঁজরে পা দিয়ে আঘাত করেন, যার ফলে বুকের দুটি হাড় ভেঙে যায়। এরপর পা দিয়ে গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন, যা ময়নাতদন্ত প্রতিবেদনের পাশাপাশি সাক্ষীদের সাক্ষ্য দ্বারা প্রমাণিত।
প্রদীপ কুমার দাশের পাশাপাশি, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যান্য আসামিরা- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, ও টেকনাফের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন- যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
রায়ে উল্লেখ করা হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য, আসামিদের স্বীকারোক্তি ও শক্তিশালী পারিপার্শ্বিক সাক্ষ্য বিশ্লেষণে প্রমাণিত হয় যে, লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারি পিস্তল দিয়ে চারটি গুলি চালান, যার ফলে সিনহার মৃত্যু হয়। অন্যান্য আসামিরা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র ও সহায়তার দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার শেষে, ২০২২ সালের জানুয়ারিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুইজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেয়া হয়।
১৬৮ বার পড়া হয়েছে