শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে চিঠি, প্রতিক্রিয়া নেই ভারতের
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চাওয়া হয়েছে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির আদেশ দেওয়া হয়। অন্যদিকে, মামলার একজন রাজসাক্ষী পুলিশ সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রায়ে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাকে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়ী করে এই সাজা দেওয়া হয়।
সাজার পাশাপাশি ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের দেশে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। বর্তমানে তারা উভয়ই ভারতে অবস্থান করছেন। অপর আসামি আবদুল্লাহ আল-মামুন রায়ের সময় উপস্থিত ছিলেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করে, এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।
রায়ে আরও বলা হয়, “আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি, নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে অপরাধ করেছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এর আগে, ট্রাইব্যুনাল অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেন।
রায় ঘোষণার পর থেকে অনেকের প্রশ্ন উঠে, শেখ হাসিনাকে দেশে ফেরত এনে রায় কার্যকর করা যাবে কি না। এই পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি সমাধানের জন্য চিঠি পাঠিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
১৫২ বার পড়া হয়েছে