সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে শীতকালীন বাঁধাকপি-ফুলকপি চাষে কৃষকদের লাভ

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শীতকালীন সবজি চাষে সুখবর দিচ্ছে বাঁধাকপি ও ফুলকপি। প্রাকৃতিকভাবে উর্বর মাটির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা সফলভাবে এই দুই কপির চাষ করছেন।

স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে কপি পৌঁছাচ্ছে রাজধানীসহ দেশের নানান জেলায়। এতে ভালো আয়ের মুখ দেখছেন চাষিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি বিঘা জমিতে কপি চাষে ব্যয় হচ্ছে প্রায় ৩০ হাজার টাকা, আর বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। এতে বিঘাপ্রতি লাভ দাঁড়াচ্ছে প্রায় ৫০ হাজার টাকা।

গরুড়া গ্রামের কৃষক মহি উদ্দিন জানান, তিনি ৭ বিঘা জমিতে আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি চাষ করেছেন। এর মধ্যে ২ বিঘার কপি বিক্রি করে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার টাকা। বাকি ৫ বিঘার কপি বাজারজাতের অপেক্ষায়। তিনি বলেন, 'প্রতি বিঘায় ৩০ হাজার টাকা খরচ হলেও লাভ হচ্ছে ৫০ হাজার টাকা করে।'
একই গ্রামের কৃষক আমিরুল ইসলামও পেয়েছেন ভালো দাম। তিনি জানান, ৭ বিঘা জমিতে কপি চাষে ব্যয় হয়েছিল বিঘাপ্রতি ৩০ হাজার টাকা। ইতোমধ্যে সাড়ে ৩ বিঘা কপি বিক্রি করেছেন ২ লাখ ৮০ হাজার টাকায়। বাজার দর স্থিতিশীল থাকলে বাকি কপিতেও ভালো লাভ হবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, সামিরুল ইসলাম জানান, তামাক চাষের পরিবর্তে এবার কপি চাষে ঝুঁকে তিনি লাভবান হয়েছেন। '২ বিঘা জমিতে কপি লাগিয়েছি। ১ বিঘা বিক্রি করেছি ৮০ হাজার টাকায়। ২-৩ মাসের এই ফসল শীতের মৌসুমে বেশ ভালো ফলন দেয়,' বলেন তিনি।

ধর্মদহ গ্রামের ওবাইদুল ইসলাম জানান, ৩ বিঘা ফুলকপি চাষে তার ব্যয় হয়েছে প্রায় ১ লাখ টাকা। বর্তমান বাজারে বিঘাপ্রতি ৩৫ হাজার টাকা লাভের সম্ভাবনা দেখছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন জানান, এ বছর দৌলতপুরে শীতকালীন কপি চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৪২ হেক্টর, যার মধ্যে ইতোমধ্যে ২৬০ হেক্টরে চাষ হয়েছে। চাষিদের উৎসাহিত করা, প্রযুক্তিগত পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে বলেও জানান তিনি। তার মতে, প্রতিবছর দৌলতপুরে সবজি চাষের পরিমাণ বাড়ছে এবং কৃষকের আয়ও বাড়ছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন