জাতীয়
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু এই কম্পনে আবারও আতংক সৃষ্টি হয়েছে। সকালের পর সন্ধ্যায় এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে নানা আয়োচনা।
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত, ছড়াচ্ছে আতংক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু এই কম্পনে আবারও আতংক সৃষ্টি হয়েছে। সকালের পর সন্ধ্যায় এই ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে নানা আয়োচনা।
আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।
গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।
জানা গেছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইলে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা।
১৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর