ঢাকাসহ সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প: আতঙ্কে জনজীবন
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী ও ঘোড়াশাল এলাকায়, যা ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। কম্পনের গভীরতা ছিল আনুমানিক ১০ কিলোমিটার।
ভূমিকম্পের জোরালো কম্পনে আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন ঢাকাসহ বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালে কম্পন শুরু হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। দর্শক ও খেলোয়াড়রা নিরাপদে আশ্রয় নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু হয়।
পুরান ঢাকার বংশাল এলাকায় এক পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান; হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় আরও কিছু ভবনের দেয়াল ও সিঁড়িতে ফাটলের খবর পাওয়া গেছে, তবে বড় ধরনের আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
ভূমিকম্পের ঝাঁকুনিতে পশ্চিমবঙ্গ, কলকাতা, উত্তরবঙ্গসহ ভারতে সীমান্তবর্তী এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ছোট-বড় এই দুর্ঘটনা মোকাবিলায় জরুরি সেবাদল ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
১১৮ বার পড়া হয়েছে