সর্বশেষ

জাতীয়

সারাদেশে ভূমিকম্প অনুভূত, কোথায় মাত্রা কত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কম্পন শুরু হলে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে নরসিংদীর মাধবদী এলাকায়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭, যা মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত। কম্পনটি প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী ছিল। অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, তাদের পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল অঞ্চল।

কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা- বিশেষ করে উচ্চ ভবনগুলো-থেকে লোকজন দ্রুত রাস্তায় নেমে আসে। ঢাকার বাইরে চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজারেও ভূকম্পন টের পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পাওয়া খবর অনুযায়ী, কম্পনের মাত্রা কয়েক সেকেন্ড স্থায়ী হলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভূমিকম্পের সময় পুকুরের পানিতে তীব্র ঢেউ দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ভূমিকম্প ভারতের পশ্চিমবঙ্গসহ সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন