রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫.৭ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটি একটি মাঝারি তীব্রতার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ভূমিকম্পের ফলে অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। রাজধানীর পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রতিনিধি জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়া মাত্রই মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। আড়াইহাজারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তিনি জানালার কাছে দাঁড়িয়ে দেখেন পুকুরের পানিতে বিশাল ঢেউ উঠছে। পরে নিরাপদ স্থানে চলে আসেন। উপজেলার বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এনডিটিভি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে