কুষ্টিয়া-৪ আসনে তরুণ নেতৃত্বের দাবি: শেখ সাদীকে মনোনয়ন দেওয়ার আহ্বান
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় মেহেদী আহমেদ রুমীর নাম ঘোষণা করা হলেও তৃণমূল নেতাকর্মীরা তার পরিবর্তে তরুণ নেতা ও উদ্যোক্তা মোঃ শেখ সাদীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। এ দাবিতে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন জমা হয়েছে।
আবেদনে নেতাকর্মীরা উল্লেখ করেন- বিগত তিন দশক ধরে একই ব্যক্তিকে প্রার্থী করা হলেও সাংগঠনিক শক্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তেমন সাফল্য দেখা যায়নি। ফলে এলাকাজুড়ে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা মনে করেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে মেহেদী রুমী এখন সক্রিয় মাঠপর্যায়ের রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন না।
নেতাকর্মীরা জোর দিয়ে বলেন, কুষ্টিয়া-৪ আসনের বিস্তৃত ভৌগোলিক এলাকা, দুর্গম চরাঞ্চল, তরুণ ভোটারদের বিশাল সংখ্যা, সব মিলিয়ে এখানে গতিশীল নেতৃত্ব অপরিহার্য। তাদের মতে- 'টেকসই উন্নয়ন ও মাঠের রাজনীতিতে এখন যোগ্য বিকল্প হলেন মোঃ শেখ সাদী।'
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদনে শেখ সাদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। আবেদনে উল্লেখ করা হয়- ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শেখ সাদী তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংযোগের মাধ্যমে অত্র এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছেন। এগুলো এরইমধ্যে জনমানুষের আস্থা অর্জন করেছে। উল্লেখিত কাজগুলোর মধ্যে রয়েছে- কুষ্টিয়া কুমারখালী সদরে জেনারেল হাসপাতাল নির্মাণ, নিজ এলাকায় স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা, আরও শতাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান, বেকার যুবকদের কর্মসংস্থান- এশিউর গ্রুপে প্রায় দেড় সহস্রাধিক কর্মী, ছাত্র-তরুণদের চাকরি, শিক্ষা ও চিকিৎসায় নিয়মিত সহায়তা, ঢাকা ও এলাকায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমে সরব উপস্থিতি।
নেতারা দাবি করেন- এ সমস্ত উন্নয়নমূলক কাজের ফলে শেখ সাদী তরুণ, ছাত্র, পেশাজীবী, সাংবাদিক, নারীসমাজ, ব্যবসায়ী এবং তাঁতী ও হিন্দু সম্প্রদায়ের বিশেষ আস্থাভাজন হয়ে উঠেছেন।
তরুণ ভোটারদের কাছে সাদীর বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই আসনে বর্তমান ভোটার তালিকায় প্রায় ৪০ শতাংশ তরুণ ভোটার এ তথ্য উল্লেখ করে তারা বলেন- তরুণদের ভোট ছাড়া এই আসনে জয় অসম্ভব। আর তরুণদের হৃদয়ের প্রার্থী হলেন শেখ সাদী। আবেদনে রুমীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উল্লেখ করা হয়েছে- দীর্ঘ নেতৃত্বেও দৃশ্যমান উন্নয়ন ও সাংগঠনিক শক্তি গড়ে না তোলা, বিভক্তি নিরসনের উদ্যোগ না নেওয়া কর্মীদের থেকে বিচ্ছিন্নতা, বয়সজনিত স্বাস্থ্য সমস্যার কারণে মাঠে সীমিত কার্যক্রম, রাজনৈতিক ইমেজ সংকট কাটিয়ে না ওঠা, তৃণমূলে সাদী নিয়েই জয়ের আশা। নেতাকর্মীরা দাবি করেন- 'ধানের শীষের জয় ছিনিয়ে আনতে সক্ষম প্রার্থী শেখ সাদীই।' আবেদনে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন, খোকসা ও কুমারখালীর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃস্থানীয় রাজনীতিবিদ এবং কয়েকজন মুক্তিযোদ্ধা।
এদিকে, এ দাবির বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় রাজনীতিতে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
১৪০ বার পড়া হয়েছে