ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে
বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফরকে বাংলাদেশ-কমনওয়েলথ সহযোগিতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, সফরকালে মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ঢাকা অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি অংশীজনদের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন, যার তিনটি মূল অগ্রাধিকারের একটি হলো গণতান্ত্রিক উন্নয়ন।
সফর পূর্ববর্তী এক বিবৃতিতে শার্লি বোটচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের ‘মূল্যবান সদস্য’ আখ্যা দিয়ে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যে প্রথম আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয়, সেটি ছিল কমনওয়েলথ। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ অংশীদারিত্ব আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, 'কমনওয়েলথ ও বাংলাদেশের অভিন্ন লক্ষ্য হলো শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষিত থাকবে।' বাংলাদেশের নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি শুভেচ্ছা জানান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সফরটি বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে