সর্বশেষ

জাতীয়

রাজধানীতে অভিযান: অস্ত্র-মাদকসহ তিন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা রমনা বিভাগের একটি দল কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশের একটি টিনশেড বাড়িতে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মোঃ আব্দুর রাজ্জাক শানু (৩৮) এবং মোঃ মামুন (৩৭)।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিজেদের নিয়ন্ত্রিত মাদক স্পট রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ডে পিস্তলগুলো ব্যবহার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কদমতলী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন