সারাদেশ
পিরোজপুরের সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এলাকা আচ্ছাদিত পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই, শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পিরোজপুর-১ সাবেক এমপির ছোট ভাই গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এলাকা আচ্ছাদিত পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই, শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি মঙ্গলবার (১৮ নভেম্বর) নিশ্চিত করেছেন। জানা যায়, শামীমকে ঢাকার গুলশান এলাকা থেকে সোমবার দুপুরে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শামীমকে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়েরকৃত তিনটি মামলার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে পিরোজপুরে আনা হয়েছে।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, 'শামীমকে আজকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর