সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার প্রতিক্রিয়া, রায় প্রত্যাখ্যান করেছে কারা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভারতের অবস্থান থেকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে অকার্যকর করে দিতে পরিকল্পিতভাবে এই রায় দেওয়া হয়েছে।

সোমবার রায় ঘোষণার পর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার পাঁচ পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে তিনি দাবি করেন, একটি অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকারের অধীনে পরিচালিত একটি “কারচুপিপূর্ণ” ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যেই প্রণীত। তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী লীগকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এ রায় প্রত্যাখ্যান করেছে। দলটি আজ মঙ্গলবার সারাদেশে সকাল–সন্ধ্যা শাটডাউনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ পৃথক বিবৃতিতে রায়টিকে “প্রহসনের রায়” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে শেখ হাসিনা দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক বিচার কোনোভাবেই ন্যায়বিচার প্রতিষ্ঠা বা ২০২৪ সালের জুলাই–আগস্টের ঘটনাবলির সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে পরিচালিত হয়নি; বরং রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করেই এটি সাজানো হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন