ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: সংঘর্ষ, গ্যাস–সাউন্ড গ্রেনেডে থমথমে এলাকা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে।
এলাকাজুড়ে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। কলাবাগান ও স্কয়ার হাসপাতালসংলগ্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফলে স্কয়ার হাসপাতালের সামনে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অলিগলি পর্যন্ত সাউন্ড গ্রেনেড পড়তে থাকায় আশপাশের বাসিন্দারাও চরম ভীতিগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।
মাঠে থাকা প্রতিনিধি জানান, কলাবাগান অংশে কয়েকশ বিক্ষোভকারী বারবার ধানমন্ডি ৩২–এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লেও তারা স্লোগান দিতে দিতে এগোনোর চেষ্টা চালিয়ে যায়। স্কয়ার হাসপাতালের সামনে থাকা আরেক দলও পুলিশের বাধার মুখে অগ্রসর হতে না পেরে অবস্থান নেয়।
হাসপাতালের নিরাপত্তাজনিত কারণে বিকেল থেকে প্রধান ফটক বন্ধ রাখা হয়। নারায়ণগঞ্জের বাসিন্দা মোস্তফা কামালকে দেখতে এসেও প্রথমে প্রবেশ করতে পারেননি তাঁর স্বজন মাসুদ আলম। পরে পরিচয় যাচাইয়ের পর তাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। মাসুদ জানান, বাইরে বিস্ফোরণের শব্দে ভেতরে ভর্তি রোগীরাও আতঙ্কে আছেন।
ধানমন্ডি ২৭ থেকে ৩২ নম্বর সড়কেও আরও কয়েকশ মানুষ বিক্ষোভে যোগ দেয়। শেখ হাসিনার ফাঁসির দাবির স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিপুল সেনা সদস্য মোতায়েন থাকায় তারা সামনে এগোনোর চেষ্টা করেনি। ধানমন্ডি ৩২–এর পশ্চিম পাশের আবাসিক এলাকাতেও শতাধিক মানুষ একই দাবিতে বিক্ষোভ করছে।
দিনভর সংঘর্ষ, সরব বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পুরো ধানমন্ডি এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
১০৫ বার পড়া হয়েছে