কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা: ছুরিকাঘাতে মা–ভাইয়ের মৃত্যু
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তঘেঁষা বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ছেলে নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত মাদককারবারি বিল্লাল হোসেন ঘটনার পর পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহতরা হলেন—রাহেলা বেগম (৬৫) এবং তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে একটি মাদকের চালান নিয়ে বাড়িতে প্রবেশ করেন বিল্লাল। একই সময় নিকটস্থ এক ওয়াজ মাহফিল থেকে ফিরছিলেন তার ছোট ভাই কামাল। বড় ভাইকে মাদকসহ বাড়িতে ঢুকতে বারণ করলে তাদের মধ্যে তর্ক শুরু হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত বিল্লাল ঘর থেকে ছুরি এনে ছোট ভাই কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ছোট ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মা রাহেলা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহেলা বেগম।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, 'মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিল্লাল আপন ভাই ও মাকে হত্যা করেছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।' তিনি জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে