দৌলতপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস. এস. সোহরাব হোসেনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
এই অভিযোগ কেন্দ্র করে গত ১৩ নভেম্বর দুপুরে স্থানীয়রা তাকে এক নারীসহ ইউনিয়ন ভূমি অফিসে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। পরে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন প্রাগপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করায় সোহরাব হোসেন ব্যক্তিগত এক বলয় তৈরি করেন এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে দাখিলা, নামজারি ও অন্যান্য কাজে নিয়মিত অনৈতিক সুবিধা দাবি করতেন। অভিযোগ আছে, নির্ধারিত অর্থ না পেলে তিনি ইচ্ছাকৃতভাবে নামজারির আবেদন বাতিল করতেন।
এছাড়া এক নারী সেবাগ্রহীতার সঙ্গে তার ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। গত বৃহস্পতিবার ওই নারীকে অফিসে ডেকে নেওয়ার পর স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করার দাবি করেন এবং পরে তাকে অফিসে অবরুদ্ধ রাখেন।
ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন জানান, দুই মাস আগে একটি নামজারি আবেদন তিনবার বাতিল হওয়ার পর সোহরাব হোসেন ২০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, অর্থ পরিশোধের পরেই তাদের আবেদনটি অনুমোদন হয়।
অভিযুক্ত কর্মকর্তার মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
অফিস সহায়ক জিয়াউর রহমান ও কম্পিউটার অপারেটর সাহাবুল হক বলেন, ঘটনার সময় তারা অফিসে উপস্থিত ছিলেন না এবং কেন স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেছিলেন তা তাদের জানা নেই।
সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে ভেড়ামারা উপজেলায় বদলি করা হয়েছে। তিনি বলেন, 'অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক লাখ টাকার কোনো বিষয়ে অবগত নই।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তদন্ত চলছে এবং কর্মকর্তা সোহরাব হোসেনকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে