সর্বশেষ

জাতীয়ঢাকায় আবারও ৩.৬ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছর, জয়ের ৫ বছর এবং পুতুলের ৫ বছর কারাদণ্ড
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৭
সৌদি আরবসহ সাত দেশে প্রবাসীদের ভোট নিবন্ধন সাময়িক স্থগিত
দুদকের সব কর্মকর্তার সম্পদের বিবরণ বাধ্যতামূলক: প্রেস সচিব
দেশজুড়ে ১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি
হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
সারাদেশঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘর ভাংচুর
আন্তর্জাতিকহংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ১৪ বছরের কারাদণ্ড
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু
মিয়ানমারে ৩ হাজার রাজবন্দি মুক্তি, ৫৫০০ জনের অভিযোগ প্রত্যাহার
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
খেলাবিপিএল শুরু ১৯ ডিসেম্বর, ফাইনাল ১৬ জানুয়ারি
এমবাপ্পের চার গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় গ্রিসে
সারাদেশ

দৌলতপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস. এস. সোহরাব হোসেনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

এই অভিযোগ কেন্দ্র করে গত ১৩ নভেম্বর দুপুরে স্থানীয়রা তাকে এক নারীসহ ইউনিয়ন ভূমি অফিসে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। পরে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন প্রাগপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করায় সোহরাব হোসেন ব্যক্তিগত এক বলয় তৈরি করেন এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে দাখিলা, নামজারি ও অন্যান্য কাজে নিয়মিত অনৈতিক সুবিধা দাবি করতেন। অভিযোগ আছে, নির্ধারিত অর্থ না পেলে তিনি ইচ্ছাকৃতভাবে নামজারির আবেদন বাতিল করতেন।

এছাড়া এক নারী সেবাগ্রহীতার সঙ্গে তার ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। গত বৃহস্পতিবার ওই নারীকে অফিসে ডেকে নেওয়ার পর স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করার দাবি করেন এবং পরে তাকে অফিসে অবরুদ্ধ রাখেন।

ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন জানান, দুই মাস আগে একটি নামজারি আবেদন তিনবার বাতিল হওয়ার পর সোহরাব হোসেন ২০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, অর্থ পরিশোধের পরেই তাদের আবেদনটি অনুমোদন হয়।

অভিযুক্ত কর্মকর্তার মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অফিস সহায়ক জিয়াউর রহমান ও কম্পিউটার অপারেটর সাহাবুল হক বলেন, ঘটনার সময় তারা অফিসে উপস্থিত ছিলেন না এবং কেন স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেছিলেন তা তাদের জানা নেই।

সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে ভেড়ামারা উপজেলায় বদলি করা হয়েছে। তিনি বলেন, 'অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক লাখ টাকার কোনো বিষয়ে অবগত নই।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তদন্ত চলছে এবং কর্মকর্তা সোহরাব হোসেনকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন