যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানির উৎস বহুমুখীকরণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্য এলপিজি সরবরাহ চুক্তি করেছে ভারত।
এই চুক্তির আওতায় ভারতের মোট এলপিজি ব্যবহারের প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।
বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যেই নয়াদিল্লির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।
গত আগস্টে শুল্ক আরোপকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে, রাশিয়া থেকে কম দামে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে কার্যত সমর্থন দিচ্ছে ভারত। এর জবাবে ভারত প্রকাশ্যে অবস্থান স্পষ্ট না করলেও আলোচনা চালিয়ে যায়।
এ অবস্থায় নতুন এলপিজি চুক্তিকে 'দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নতুন মাত্রা' হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দীপ সিং পুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের সমঝোতা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রথম বড় এলপিজি চুক্তি বলেও উল্লেখ করেন তিনি। পুরির ভাষায়, 'নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎসে দরজা খুলে দিচ্ছে।'
এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রিফাইনার এইচপিসিএল–মিত্তাল এনার্জি রুশ তেল কেনা বন্ধের ঘোষণা দেয়। একইভাবে ব্যক্তিখাতের প্রধান আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার প্রভাব তারা পর্যালোচনা করছে।
এএফপি জানায়, গত জুন প্রান্তিকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের প্রবৃদ্ধি পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। সরকারি ব্যয় ও ভোক্তাদের আস্থা বৃদ্ধিই এর মূল কারণ। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত শুল্ক কমানো না হলে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬০–৮০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে।
১০৬ বার পড়া হয়েছে