সর্বশেষ

জাতীয়

রায় ঘোষণার পর অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে আশঙ্কা রয়েছে, তা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় তিন দিনব্যাপী ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত রবিবার রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে তার বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, 'বাড়ির সামনে ককটেল পড়লে নিশ্চিন্ত থাকা যায় না। আতঙ্ক নয়, বরং সতর্কতা জরুরি। শান্ত পরিবেশে এমন অস্থিতিশীলতা তৈরির চেষ্টা নিয়ে জনমত গড়ে তোলা প্রয়োজন।'

তিনি গণমাধ্যমকে সহিংসতা রোধে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংবাদমাধ্যম চাইলে আতঙ্ক বাড়াতে পারে, আবার সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি করতেও বড় ভূমিকা রাখতে পারে।

দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিদেশ–দেশ উভয় জায়গা থেকে কারা প্রভাবিত করেছে, তদন্তে সরকার যে নাম পাচ্ছে, সেটাই প্রকাশ করছে। কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে সেটি সরকারের কাছে দেওয়া উচিত।'

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন