সর্বশেষ

জাতীয়

কোনো দল যদি অসহযোগিতা করে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা কমবে : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনে সূচনা বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সবার জানা। কমিশন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোনো দল যদি অসহযোগিতা করে, তাহলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা সংকুচিত হবে।'

সিইসি আরও বলেন, 'ভোটের আগে, ভোটের দিন বা পরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে যাতে ঝড়-বৃষ্টির মধ্যেও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়, তবে এখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।'

আজ সংলাপের প্রথম পর্বে অংশগ্রহণ করেছে ছয়টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। বিকেলে আরও ছয়টি দলের সঙ্গে সংলাপের আয়োজন রয়েছে। সংলাপে সিইসি সভাপতিত্ব করছেন, উপস্থিত রয়েছেন চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন