আন্তর্জাতিক
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে ভারতে উৎকণ্ঠা
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবরকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করছে। বেশিরভাগ প্রতিবেদনে রায়ে শেখ হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে।
এই রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন, রায় যা-ই হোক, তা মাকে ভারত নিরাপদ রাখবে।
ভারতের সংবাদমাধ্যমগুলোও এই খবরকে শীর্ষে তুলে ধরেছে। এনডিটিভি, হিন্দু, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ এবং আনন্দবাজারসহ বেশিরভাগ মিডিয়ায় এটি প্রধান সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছে। হিন্দু মিডিয়া ক্ষণ-ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে, আর হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে এটি রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর