সর্বশেষ

জাতীয়

হাসিনাসহ তিন আসামির রায়: ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই সাবেক উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ সোমবার।

রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকাজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে চলছে কঠোর নজরদারি। মাজার গেটের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। আদালত চত্বরের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি।

আজ ২৪ জুলাইয়ের গণহত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার এই ঐতিহাসিক রায় সরাসরি দেখার ব্যবস্থাও করেছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করেছে, যাতে সাধারণ মানুষও বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারে।

ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দেওয়া রায় ঘিরে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ রয়েছে। তাদের মতে, সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই বিচার ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন