সর্বশেষ

সারাদেশ

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্স দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা মোড়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যানার–ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা এতে অংশ নেন। মানববন্ধন চলাকালে সংগঠনের সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের কার্যক্রম বাতিল করতে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের ৪৪ হাজার ব্যবসায়ী পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিবের কাছে স্মারকলিপি জমা দেন খুচরা সার ব্যবসায়ীরা।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন