গাজাকে দুইভাগ করে শাসন করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজাকে দুটি অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব অনুযায়ী, উপত্যকার একাংশকে ‘গ্রিন জোন’ ও অন্যটিকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হবে। ইসরাইল-নিয়ন্ত্রিত বর্তমান ‘ইয়েলো লাইন’ ধরে এই বিভাজন কার্যকর করা হবে।
গ্রিন জোনে ইসরাইল ও আন্তর্জাতিক সামরিক বাহিনীর যৌথ নিরাপত্তায় পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। তবে রেড জোনে কী ধরনের কার্যক্রম চলবে কিংবা কারা নিয়ন্ত্রণ করবে- ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান'র শুক্রবারের প্রতিবেদনে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, নীতিগতভাবে পুরো অঞ্চলকে এক করা আদর্শ হলেও তা দীর্ঘমেয়াদি ও জটিল একটি প্রক্রিয়া।
মধ্যস্থতাকারীরা সতর্ক করছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা হয়ে উঠবে ‘না যুদ্ধ, না শান্তি’র একটি বিভক্ত অঞ্চল-যেখানে ইসরাইলের আক্রমণ অব্যাহত থাকবে, দখল আরও দৃঢ় হবে, ফিলিস্তিনি আত্মশাসনের সুযোগ থাকবে না এবং পুনর্গঠন হবে সীমিত পরিসরে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার মূল ভিত্তি হলো গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (ISF) মোতায়েন করা। এই বাহিনী গাজার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহের শুরুর দিকে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে। প্রস্তাবটি অনুমোদিত হলে কোন দেশ কত সৈন্য পাঠাবে তা চূড়ান্ত করা সহজ হবে। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন যে ইসরাইলি সেনা প্রত্যাহারের জন্য তিনি মার্কিন সেনা গাজায় পাঠাবেন না, পুনর্গঠনের ব্যয়ও বহন করবেন না।
১১৪ বার পড়া হয়েছে