সারাদেশ
দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তাদের বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দেশের উন্নয়নে নারীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান সেনাপ্রধানের
জয়পুরহাট প্রতিনিধি
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ১২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তাদের বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জানান, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের শিক্ষিত ও দক্ষ করে তোলা জরুরি। তিনি বলেন, দেশের অগ্রগতির স্বার্থেই নারীদের সামর্থ্য ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সবার আগে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। নীতি-নৈতিকতার ভিত্তিতে দেশের জন্য কাজ করাই হবে প্রকৃত নাগরিক দায়িত্ব।
অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ক্যাডেট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর