গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভকারীরা ভবনটিতে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ ও কার্টন জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুন কিছুটা নিভে গেলে তারা পুনরায় আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে আগুনের ধোঁয়া ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অব্যাহত ছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী এক মাস ধরে ভবনটি লুটপাটের শিকার হয়। সে সময় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়েও একই ধরনের অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনগুলো কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কোথাও কোথাও তারা মিছিলও করেন। দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
১২০ বার পড়া হয়েছে