সর্বশেষ

শিক্ষা

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ ৬৬৮ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

এতে শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পিএসসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিশেষ বিসিএসের জন্য ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চলতি বছরের ২১ জুলাই, আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।

ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত ওই পরীক্ষায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রার্থীর সংখ্যা পিএসসি প্রকাশ না করলেও আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে প্রভাষক পদে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্য পদ পূরণ করা হবে।

বিভাগভিত্তিক পদসংখ্যায় দেখা যায়, সর্বাধিক ৬১টি পদ রয়েছে বাংলা বিভাগে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি পদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন