সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
সভায় তিনি মানুষের জীবনে স্বার্থকতার মূল উদ্দেশ্য হিসেবে দায়িত্বের পূর্ণতা এবং নিজেকে ফাঁকি না দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
ডাঃ রায় পোদ্দার সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান যথেষ্ট উন্নত উল্লেখ করে বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের সব সম্পদ ও শক্তি পুরোপুরি কাজে লাগালে শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রধান যে লক্ষ্য নির্ধারিত হয়েছে তা অর্জন সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদবাপী ও বর্তমান সভাপতি আবুলকাসেম।
১৫২ বার পড়া হয়েছে