সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানলো ফিলিপিন্সে: নিহত ২
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিপিন্সে শক্তিশালী সুপার টাইফুন ফুং-ওং আঘাত হেনেছে, যেখানে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগাম সতর্কতার কারণে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
আবহাওয়া ব্যুরো পাগাসা জানিয়েছে, রোববার ঘূর্ণিঝড়টি লুজন দ্বীপের উত্তর অংশ অতিক্রম করেছে। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (প্রবল ঝড়ো হাওয়া ২৩০ কিলোমিটার) ছিল।
লুজন দ্বীপের ইসাবেলা প্রদেশের বাস্কেটবল কোর্টে আশ্রয় নেওয়া ক্রিস্টোফার বলেন, ঝড়ের পূর্বাভাস পেয়ে আমরা আগেই আশ্রয়ে চলে আসি। আগের বন্যার অভিজ্ঞতা থেকে জিনিসপত্র ছাদে তুলে রাখি। আশ্রয়কেন্দ্রে বয়স্করা প্লাস্টিক চেয়ারে বসে ছিলেন, আর শিশুরা ছুটোছুটি করছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, একজন পানিতে ডুবে এবং আরেকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। পাগাসা সূত্রে জানা গেছে, ঝড় স্থলভাগ অতিক্রমের পর ক্রমেই দুর্বল হবে।
ফিলিপিন্সের জন্য প্রার্থনা করেছেন পোপ লিও। তিনি নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেছেন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও মোবাইল নেটওয়ার্ক সচল ছিল। লুজন ও ইস্টার্ন ভিসায়াস দ্বীপে ঝড়ের আঘাত সবচেয়ে বেশি ছিল। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলা এবং দক্ষিণের কিছু বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয়েছে।
সুপার টাইফুন ফুং-ওং সোমবার সকালে উত্তর উপকূল পেরিয়ে সমুদ্রে প্রবেশ করবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছাবে বলে পাগাসা জানিয়েছে।
১০৭ বার পড়া হয়েছে