একুয়াডরের মাচালা কারাগারে দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ আমেরিকার দেশ একুয়াডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের কারাগারে রোববার সারা দিন ধরে দাঙ্গার ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে ৩১ বন্দির মৃত্যু হয়েছে। দেশটির কারা সংস্থা এসএনএআই-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গুয়াকিলের দক্ষিণে অবস্থিত এই কারাগারে ২৭ বন্দি শ্বাসরুদ্ধ হয়ে এবং ‘ফাঁসিতে ঝুলে’ প্রাণ হারান। এ ঘটনায় আরও চারজন বন্দি ভোররাতে পৃথকভাবে নিহত হয়েছেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কারা সংস্থা জানিয়েছে, নতুনভাবে তৈরি উচ্চ নিরাপত্তা সংরক্ষণাগারে বন্দিদের পুনর্বিন্যাসের সময় দাঙ্গা শুরু হয়।
গত কয়েক বছরে একুয়াডরের কারাগারগুলোতে একের পর এক সহিংস ঘটনা ঘটছে, যার ফলে কয়েকশ বন্দি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলিকে দায়ী করেছেন।
সেপ্টেম্বর মাসে একই কারাগারে সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছিলেন। এ ছাড়াও কলম্বিয়ার সীমান্তবর্তী এসমেরালদাস শহরের কারাগারে কয়েক দিন আগে আরেক দাঙ্গায় ১৭ জন মারা যান।
১০৫ বার পড়া হয়েছে