মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতের চাচাতো ভাই ইমরানও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে বিরোধ চলে আসছিল। নিহত আরিফের গ্রুপ এবং শাহ কামালের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে সম্পর্ক উত্তপ্ত ছিল। সোমবার সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে শাহ কামালের অনুসারীরা হঠাৎ তাদের উপর হামলা চালিয়ে গুলি করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে আরিফ হাসপাতালে পৌঁছার আগেই মারা যান, আর অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৫২ বার পড়া হয়েছে