জাতীয়
রাজধানীর উত্তরায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
উত্তরায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের বোন জামাই সাইদুল ইসলাম জানান, ইউসুফ পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শনিবার ভোরেও তিনি ভ্যানে করে মাছ নিয়ে উত্তরা এলাকায় আসেন। আজমপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায়। কোন গাড়িটি ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর