সর্বশেষ

জাতীয়

রাজধানীর বাজারে সবজির দামে সামান্য উর্ধ্বগতি, পেঁপে সবচেয়ে সস্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি ৬০ টাকার ঘর পেরিয়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতিকেজি মাত্র ৩০ টাকায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে আজ প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং নতুন উঠা শালগম ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বেগুন, করলা, ঢেঁড়স, শসা ও শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ধন্দুল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কঁচু ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, গত কয়েক মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও গত সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে। “গত সপ্তাহে অনেক সবজি ৬০ টাকায় কিনেছিলাম, আজ সেটা ৮০ টাকায় নিতে হচ্ছে,” বলেন মালিবাগ বাজারে এক ক্রেতা।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা কয়েক মাসের উচ্চমূল্যের পর দাম কিছুটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। “বৃষ্টির কারণে ক্ষেতের সবজি নষ্ট হয়েছে, তাই দাম একটু বেড়েছে,” জানান এক সবজি বিক্রেতা।

তবে তারা আশাবাদী, শীতের আগমনের সঙ্গে সঙ্গে সব ধরনের সবজির সরবরাহ বাড়বে এবং বাজারে দামও ধীরে ধীরে কমে আসবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন