সর্বশেষ

জাতীয়

মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকায় একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে দুর্গন্ধ ছড়ানোর পর স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বকশীবাগের মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় স্বামী আশিকুর রহমান মোল্লার সঙ্গে থাকতেন সুরভী। দুজনই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যা করে আশিকুর পালিয়ে গেছেন। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে এবং আশিকুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

মৃত সুরভীর ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবা নুরুল হক খানের ছয় সন্তানের মধ্যে সুরভী ছিলেন চতুর্থ। ছয় বছর আগে আশিকুরের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মেহেদি হাসান নামে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে।

হৃদয় খান আরও জানান, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। দুই বছর আগে আশিকুর তার বোনকে মারধরও করেছিলেন। তখন বোন সংসার না করার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সন্তান ও সামাজিক চাপে আবার ফিরে যান। এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সুরভীর।

সোমবার বিকেলে পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পান যে সুরভীর লাশ পাওয়া গেছে। পরে তারা শরীয়তপুর থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় এসে তার বস্তাবন্দি লাশ শনাক্ত করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন