সর্বশেষ

ভিন্নরকম

নওগাঁয় ভিনদেশি বধূর আগমন: বাংলাদেশ - পাকিস্তানের মিলন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর আত্রাই উপজেলার বহলা গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি করেছে পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ। দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ফাইজা সম্প্রতি দীর্ঘদিনের প্রেমের পর রবিউল ইসলামকে বিয়ে করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে পড়াশোনার সুবাদে ফাইজা আমজাদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়টি বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। পরে ফাইজার পরিবারকে সম্পর্কের বিষয়ে অবহিত করা হয়। কিছুটা দ্বিধার পর পরিবারের সম্মতিতে ২২ আগস্ট পাকিস্তানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নববধূ ফাইজা বলেন, রাশিয়াতে পড়াশোনা করার সময় রবিউলের সঙ্গে পরিচয় হয়। বাংলাদেশে এসে পরিবারের সবাই আমাকে মেয়ের মতো গ্রহণ করেছে। এখানকার মানুষদের সঙ্গে মিশতে কোনো অসুবিধা হচ্ছে না। ভবিষ্যতে চিকিৎসক পেশায় নিজেকে নিয়োজিত করতে চাই।

রবিউল ইসলামের বাবা আব্দুল মন্ডল জানান, বিয়ে উভয় পক্ষের সম্মতিতে সম্পন্ন হয়েছে। ফাইজাকে সবাই পছন্দ করছে। তিনি পরিবারের কাজে সাহায্য করছেন এবং এলাকার মানুষও তাকে খুবই প্রশংসা করছে।

সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, রবিউল ও ফাইজা আমাদের কার্যালয়ে এসেছিলেন। তারা আমাকে জানান, একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এদিকে, এলাকার মানুষ প্রথমবার এমন দৃশ্য দেখায় মুগ্ধ। অনেকেই নববধূকে ঘরে দেখতে ভিড় করছেন এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন