সর্বশেষ

জাতীয়

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণ বাজারে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গত শনিবার (১ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ (৪ নভেম্বর) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
এছাড়া-

২১ ক্যারেটের স্বর্ণের ভরি মূল্য ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি মূল্য ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন