তানজানিয়ায় নির্বাচনী বিক্ষোভে নিহত প্রায় ৭০০ জন: চাদেমার দাবি
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী তিন দিনের সহিংস বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা (CHADEMA)।
শুক্রবার রাজধানী দারুস সালামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র জন কিটোকা এ তথ্য জানান।
কিটোকার ভাষ্য অনুযায়ী, কেবল দারুস সালামেই প্রায় ৩৫০ জন নিহত হয়েছেন। মওয়ানজা অঞ্চলে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশের অন্যান্য এলাকায় হতাহতের সংখ্যা যুক্ত করলে মোট নিহত প্রায় ৭০০ জনে দাঁড়ায়।
একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানায়, তারা একই ধরনের হতাহতের তথ্য শুনেছে, যা সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবশ্য আরও সংযত পরিসংখ্যান দিয়েছে। সংস্থাটি বলছে, তাদের যাচাইকৃত তথ্যে অন্তত ১০০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
চাদেমার পক্ষ থেকে জানানো হয়, দলের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে এই হিসাব তৈরি করা হয়েছে। অনেক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র ভয়ভীতির কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জন কিটোকা বলেন, “আমাদের বার্তা স্পষ্ট — বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন, পুলিশি নির্যাতন বন্ধ করুন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখান। এটাই নির্বাচনী ন্যায়বিচার।”
তিনি আরও অভিযোগ করেন, এবারের নির্বাচন ছিল “একতরফা ও অনিয়মে ভরা” এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম” করার দাবি জানান।
১১১ বার পড়া হয়েছে