সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা জামায়াত সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
মিছিলটি শহরের পাকাপুল মোড়, নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড় ও নারকেলতলা মোড় পেরিয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সমাবেশে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম ও সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বিক্ষোভে জামায়াতের পাঁচ দফা দাবি তুলে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের আহ্বান জানানো হয়।
১১৩ বার পড়া হয়েছে