নারী-পুরুষের ঐক্যই আগামী পরিবর্তনের শক্তি : শেখ সাদী
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সমাজ ও রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের ভিত্তি মজবুত করে- এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি বলেন, নারী-পুরুষের ঐক্যবদ্ধ নেতৃত্বই আগামী দিনের পরিবর্তনের প্রধান শক্তি হয়ে উঠবে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে খোকসা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সাদী বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করলে নারী-পুরুষে কোনো বৈষম্য থাকবে না। বিএনপি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। ফেব্রুয়ারিতে ভোটাররা পরিবর্তনের প্রত্যাশায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে। এ সময় একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত— যাতে করে গত ১৫ বছরের পেছনে ফেলে আসা বাংলাদেশকে আরও পিছিয়ে দেওয়া যায়। তবে বিএনপি ওই সব ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর।
দলীয় অবস্থান তুলে ধরে শেখ সাদী বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার ২৪ নম্বরে নারীদের অধিকার ও অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত বলা আছে। সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, “বিএনপি মা, মাটি ও মানুষের দল। আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং মানুষের ভালোবাসা অর্জন করছি। ইনশাআল্লাহ, এই ভালোবাসাই আগামীতে ধানের শীষকে বিজয়ী করবে।”
খোকসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরভি সুলতানা রেখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেড রশিদ রেজা বাজু, ও সাধারণ সম্পাদক মোস্তফা শরীফসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নারী নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন।
৩৫৭ বার পড়া হয়েছে