সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মতবিনিময় সভা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে জেলা ওলামা দল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, এ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন।

জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।

সভায় বক্তারা আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন, বিশেষ করে যারা জান্নাতের টিকিট দেখিয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে তাদের বিষয়ে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন